ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য 4GB র্যাম এর সাথে Core i3 প্রসেসরযুক্ত ল্যাপটপ বা ডেস্কটপ আমার কাছে যথেষ্ঠ মনে হয় । এই কনফিগারেশন এর ল্যাপটপ কিংবা ডেস্কটপ ৩০-৩৫ হাজার টাকা লাগতে পারে । তবে, SSD হার্ডডিস্ক হলে অনেক বেশী স্পীড পাবেন । তাই, SSD হার্ডডিস্ক নেওয়ার চেস্টা করবেন। আমি ১২৮ জিবি SSD ব্যবহার করি যার বাজার মূল্য ২৫০০ টাকার কাছাকাছি । খুব বেশী ডেটার প্রয়োজন না হলে ১২৮ জিবি SSD ব্যবহার করতে পারেন । প্রথম ২ বছর আমি AMD প্রসেসর এবং ২ জিবি র্যাম এর ল্যাপটপ দিয়ে কাজ করছি ।
সাবস্ক্রাইব করুন
0 Comments
প্রশ্নের তথ্য
- অন্যান্য
- ২০ মে, ২০২০